Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঞ্জাবে গুপ্তচর সন্দেহে বিএসএফ জওয়ান আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ৮:৩১ পিএম | আপডেট : ১২:১২ এএম, ৫ নভেম্বর, ২০১৮

দেশের গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগে পাঞ্জাবের ফিরোজপুরে শেখ রিয়াজুদ্দিন নামে এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’টি মোবাইল ফোন ও সাতটি সিম কার্ড। তার বাড়ি মহারাষ্ট্রের লাতুর জেলায়।
পুলিশ জানায়, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায়, তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন বিএসএফের ২৯ নম্বর ব্যাটেলিয়নের ডেপুটি কম্যান্ডার। এর পরই তাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। তার বিরুদ্ধে দেশের গোপন তথ্য ফাস করার অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ভারত পাক সীমান্তের শহর পাঞ্জাবের ফিরোজপুরের বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন রিয়াজ। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ওপারে পাঠিয়ে দিতেন। ওপার থেকে তার সঙ্গে যোগাযোগ রাখত পাক চর মির্জা ফয়জল। এপারের বিভিন্ন রাস্তা ও কাঁটাতারের ছবি, ফিরোজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সেনা অফিসারদের ফোন নম্বর সহ আরও নানা তথ্য সে নিয়মিত পাঠিয়ে দিত ফয়জলকে।
পাঞ্জাবকে অশান্ত করতে সক্রিয় হয়ে উঠছে বিদেশি অশুভ শক্তি, শনিবারই এই হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তারপরই গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হলো শেখ রিয়াজুদ্দিনকে। সূত্র: ইন্ডিয়াটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ