মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেশের গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগে পাঞ্জাবের ফিরোজপুরে শেখ রিয়াজুদ্দিন নামে এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’টি মোবাইল ফোন ও সাতটি সিম কার্ড। তার বাড়ি মহারাষ্ট্রের লাতুর জেলায়।
পুলিশ জানায়, গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায়, তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন বিএসএফের ২৯ নম্বর ব্যাটেলিয়নের ডেপুটি কম্যান্ডার। এর পরই তাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। তার বিরুদ্ধে দেশের গোপন তথ্য ফাস করার অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ভারত পাক সীমান্তের শহর পাঞ্জাবের ফিরোজপুরের বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন রিয়াজ। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ওপারে পাঠিয়ে দিতেন। ওপার থেকে তার সঙ্গে যোগাযোগ রাখত পাক চর মির্জা ফয়জল। এপারের বিভিন্ন রাস্তা ও কাঁটাতারের ছবি, ফিরোজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সেনা অফিসারদের ফোন নম্বর সহ আরও নানা তথ্য সে নিয়মিত পাঠিয়ে দিত ফয়জলকে।
পাঞ্জাবকে অশান্ত করতে সক্রিয় হয়ে উঠছে বিদেশি অশুভ শক্তি, শনিবারই এই হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তারপরই গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হলো শেখ রিয়াজুদ্দিনকে। সূত্র: ইন্ডিয়াটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।