Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজ পোর্টালের সম্পাদক হলেন মৌসুমী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গত ৩ নভেম্বর ছিল অভিনেত্রী মৌসুমীর জন্মদিন। তার আগে তিনি ঘোষণা দিয়েছিলেন জন্মদিনে চমক দিবেন। চমক তিনি দিয়েছেন। তিনি সাংবাদিক হয়েছেন। জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে মৌসুমী উত্তরাস্থ তার নিজের রেস্টুরেন্ট মেরি মন্টানা'তে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি একটি নিউজ পোর্টালের সম্পাদক হয়েছেন। নাম 'ইয়েসনিউজবিডিডটকম'। পোর্টালটিতে শুধু শোবিজের খবর পাওয়া যাবে। মৌসুমী বলেন, এতদিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসবো। আমি একটি নিউজ পোর্টালের স¤পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। তিনি বলেন, সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালো লাগা আরও বেশি। আশা করি, অভিনয়ের মতো সাংবাদিক ক্যারিয়ারেও সবাইকে পাশে পাবো। মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে তার স্বামী অভিনেতা ওমর সানী বলেন, মৌসুমীর সঙ্গে পরিচয় হবার পর থেকেই দেখেছি সাংবাদিকতা নিয়ে ওর অনেক আগ্রহ। অবশেষে সে নিজেই সাংবাদিক হয়ে গেল। আমি খুব আনন্দিত। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। আমি ওকে অনেক তথ্য দেব। আপনারাও দেবেন। অনুষ্ঠানে মৌসুমী একটি ইউটিউব চ্যানেলেরও ঘোষণা দেন। ইয়েস ম্যাক্স নামের চ্যানেলটি অনলাইনে পাওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ