Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ু দূষণে দিল্লিবাসীরা ভয়ংকর ক্ষতির সম্মুখীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ৪:১২ পিএম

প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ শলাকা সিগারেট খেলে শরীরের যে পরিমাণ ক্ষতি হয়, বায়ু দূষণের ফলে দিল্লিবাসীদের সমপরিমাণ ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা দিল্লির বায়ু দূষণের প্রভাব নিয়ে নতুন আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের সেন্টার ফর চেস্ট সার্জারি’র চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক অরবিন্দ কুমার বলেন, ‘গত ৩০ বছরে দিল্লিবাসীর ফুসফুসের রঙের পরিবর্তন বেশ লক্ষনীয়। আগে অপারেশনের সময় দেখতাম কেবলমাত্র ধ‚মপায়ীদের ফুসফুসে কালো ছাপ আছে। অন্যদের ফুসফুসের রঙ পিঙ্ক। এখন সবার ফুসফুসের রংই কালো দেখি। এমনকী টিনেজারদের ফুসফুসেও কালো ছাপ।’
তিনি বলেন, ‘প্রতিদিন গড়ে ১৫-২০টা সিগারেট খেলে মানব শরীরের যে পরিমাণ ক্ষতি হয় বায়ু দূষণের জেরে দিল্লিবাসীর সম পরিমাণ ক্ষতি হচ্ছে।’ ওই হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের ভাইস-চেয়ারম্যান ডাক্তার এসপি বোত্রা জানিয়েছেন, দূষণের কারণে রাজধানীতে কাশি, গলা ও নাক জ্বালার সমস্যা নিয়ে আগের থেকে আরও বেশি মানুষ হাসপাতালে আসছেন।
দিল্লির বায়ু দূষণ নিয়ে চিন্তিত দেশটির কেন্দ্রীয় এবং রাজ্য সরকারও। মাঝে মাঝে দূষণের মাত্রা বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ রাখে কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ