মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলংকার নৌবাহিনী প্রধান রবি বিজয়গুনারত্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। মূলত তামিলে গৃহযুদ্ধের সময় অন্তত ১১ জন ব্যক্তিকে প্রথমে অপহরণ ও পরে তাদের হত্যার ঘটনায় শুক্রবার তাকে এ গ্রেফতারের নির্দেশ দেন আদালত। খবর খালিজ টাইমস।
এ বিষয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এর আগে দেশটির নৌবাহিনীর কয়েক কর্মকর্তার বিরুদ্ধেও সেই ১১ তামিল যুবকের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছিল। তারা বর্তমানে জামিনে মুক্ত আছেন।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ২৩ জুলাই শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলে ‘তামিল’ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানকার সংখ্যালঘু তামিলরা আবেদন জানালে দেশটিতে গৃহযুদ্ধের শুরু হয়। পরে দেশটির সেনাবাহিনী টানা ২৬ বছর যুদ্ধ করার পর তামিল টাইগারদের পরাস্ত করার মাধ্যমে সেই গৃহযুদ্ধের অবসান ঘটায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।