Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আগামী নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। গণমানুষের ভাগ্য পরিবর্তন এবং মানবতা, শান্তি প্রতিষ্ঠা ভোট ও ভাতের অধিকার রক্ষায় সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত। এই ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ছাড়া কোন বিকল্প নেই।
গতকাল (শনিবার) জেল হত্যা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন। সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধু ও জেল হত্যার সুবিধাভোগীদের সাথে রাজনৈতিক আঁতাতকারীরা জাতীয় বেঈমান। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় রাজপথে থাকবে।

সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার মাধ্যমে ’৭১-এর পরাজিত শক্তি চেয়েছিল আওয়ামী লীগ ও বাঙালি জাতিসত্তাকে নিচিহ্ন করে দিতে। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। শেখ হাসিনার দূরদৃষ্টিতে তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। দেশ যতদিন শেখ হাসিনার হাতে থাকবে, নিরাপদ থাকবে বাংলাদেশ।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, উপদেষ্টা শফর আলী, সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, হাজী মোঃ হোসেন প্রমুখ।

এদিকে সংসদ সদস্য ও সাবেক চিটাগাং চেম্বার সভাপতি এম এ লতিফের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে সাংসদের বন্দর ৩নং জেটি গেইট দলীয় কার্যালয়ে গতকাল এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে এম এ লতিফ বলেন, যুদ্ধ পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পুনর্গঠনের প্রাক্কালে স্বাধীন দেশকে মেধা ও অভিভাবকহীন করে দেশের উন্নয়ন ঠেকাতে পাকিস্তানী দোসরা জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে। পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। এ উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ফকিরহাট জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রফিক উদ্দিনের পরিচালনায় বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের জন্য দীর্ঘায়ু কামনা করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ