পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
অর্থসঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানকে ৬ বিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন। গত শুক্রবার বেইজিং সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এ আশ্বাস দেয়া হয়েছে। জি নিউজ জানিয়েছে, ইমরান খানের চীন সফরে তারা ৬ বিলিয়ন ডলার পাবার আশা করেছিলেন। খবরে বলা হয়েছে, পাকিস্তান-চায়না ইকোনোমিক কো-অপারেশন সিপিইসি’র আওতায় ৩ বিলিয়ন ডলারের বাইরে আরো দেড় বিলিয়ন ঋণের প্রস্তাবও করা হয়েছে। ৩ বিলিয়ন ও দেড় বিলিয়ন হবে ৬ বিলিয়ন ডলারের অংশ। এদিকে পাকিস্তানের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রæতি দিয়েছে চীন। প্রধানমন্ত্রী ইমরান খান গত শুক্রবার চীন সফরে পৌঁছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসলে তাকে এই প্রতিশ্রæতি দেয়া হয়। চার দিনের সরকারি সফরে ইমরান খান গত শুক্রবার বেইজিং পৌঁছান এবং চীনের গ্রেটহলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ইমরান খান পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাকে খুবই জটিল বলে মন্তব্য করেন। ইমরান খান জানান, তার সরকার গত আগস্ট মাসে ক্ষমতায় আসার পর অর্থনীতির খুব কঠিন অবস্থা পেয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ একটি আবর্তের ভেতর দিয়ে চলে। তাদের উচ্চ পয়েন্ট ও নিম্ন পয়েন্ট থাকে। কিন্তু আমাদের দেশ এই মুহূর্তে খুবই বড় দুটি ঘাটতির ভেতর দিয়ে যাচ্ছে। একটি হলো বাজেট ঘাটতি এবং অন্যটি হলো চলতি হিসাবের ঘাটতি। এজন্যই বলেছি যে, আমরা শিখতে এসেছি। ইমরান খানের বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন ও পাকিস্তান সর্বাবস্থায় বন্ধু ছিল। শি বলেন, আমি পাক-চীন সম্পর্ককে খুবই গুরুত্ব দিয়ে থাকি এবং প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কাজ করে দু’দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করতে আগ্রহী। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।