Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্ত্রীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

তুরস্কের দুই মন্ত্রীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তের কয়েক মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আঙ্কারা। শুক্রবার দুই দেশের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তুরস্কে এরদোগান বিরোধী ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার দায়ে গ্রেফতারকৃত মার্কিন খ্রিস্টান ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনকে বন্দি রাখার ঘটনায় তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। পাল্টা পদক্ষেপ হিসেবে তুরস্কও যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত মে মাসে তুরস্কের আদালতে মুক্তি পান অ্যান্ড্রু ব্রানসন। মুক্তি পেয়ে তিনি জার্মানি হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। তার মুক্তিতে দুই দেশের মধ্যকার বরফ গলতে শুরু করে। এর প্রেক্ষিতেই শুক্রবার মন্ত্রীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় দুই দেশ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া দুই তুর্কি মন্ত্রী হচ্ছেন তুরস্কের বিচারমন্ত্রী আব্দুল্লাহমিত গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সুয়েলু। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ