Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের নৌবাহিনিতে নারী নাবিক নিয়োগ করা হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ৪:১৬ পিএম

ভারতের নৌবাহিনিতে নাবিক হিসেবে নারীদের নিয়োগের কথা বিবেচনা করা হচ্ছে। এমনকি অদূর ভবিষ্যতে সমুদ্রগামী ক্যাডার হিসেবেও তাদের নিয়োগ করা হতে পারে। খবর এনডিটিভি।

কর্মকর্তা সূত্রে বলা হয়, গত শুক্রবার সমাপ্ত তিনদিন ব্যাপী সম্মেলনে নৌবাহিনির শীর্ষ কমান্ডাররা বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এ সম্মেলনে বক্তৃতাকালে প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনও নৌবাহিনিতে ব্যাপক সংখ্যায় মহিলা নিয়োগের উপর জোর দেন।

সূত্রসমূহ জানায়, প্রতিরক্ষা মন্ত্রী নৌবাহিনিতে মহিলাদের নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। এ প্রেক্ষিতে নৌবাহিনি প্রধান সুনীল লানবা জানান যে সম্মেলনের আলোচ্য সূচিতে নাবিক পদে মহিলাদের নিয়োগের বিষয়টি ছিল। ভবিষ্যতে সমুদ্রগামী ক্যাডার হিসেবে নারীদের অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হবে। বর্তমানে ভারতের নৌবাহিনিতে বিভিন্ন শাখায় ১৪৮ জন মেডিক্যাল অফিসার ও ২ জন দন্ত চিকিৎসকসহ ৬৩৯ জন নারী কর্মরত রয়েছেন। তবে তাদেরকে সাগরে পাঠানো হয় না।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ