বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার বুড়িচং উপজেলার ধানের জমি থেকে নুরজাহান (৭০) নামে এক বৃদ্ধ মহিলার লাশ গতকাল শুক্রবার সকালে উপজেলার জগতপুর মধ্যপাড়া উদ্ধার করা হয়েছে।
জানা যায়, নুরজানের ৪ ছেলে আবদুল হক, কাইয়ুম, অলি আহাদ, সাহরীয়ার হোসেন লিটনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তারা ৪ ভাই বিয়ে করে আলাদা সংসার করেছে। তাদের মা নুরজাহান একাকি বসবাস করত। তার স্বামী তাকে কিছু জমি দিয়ে গেছেন। সেই জমিতে চাষাবাদ করিয়ে নিজের খাবার ব্যবস্থা করতেন এবং মেয়েরা তার দেখাশোনা করত।
গত বৃহস্পতিবার সকালে পার্শবর্তী বাড়ির জাকিরে হোসেন ধানের জমিতে কিটনাশক ওষুধ দেয়ার জন্য ধানের মাঠে গিয়ে দেখতে পায় মহিলার লাশ। বুড়িচং থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মেয়ে পারভীন জানান, তার মা নিজের বাড়িতে যান। পরবর্তীতে সকাল বেলায় ভাইয়ের মেয়ের মাধ্যমে জানতে পারে তার মাকে কে বা কারা হত্যা করে ধানের জমিতে ফেলে রেখেছে। সে আরোও জানায় তার মা একা বসবাস করতেন। তাছাড়া জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে বিরোধ রয়েছে। এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনার খবর পেয়ে ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।