Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আরচ্যারি প্রতিভার সনদ বিতরণ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় গত ২৩ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় আরচ্যারি প্রতিভা অন্বেষণ কর্মসূচি। সেখান থেকে বাছাইকৃত ১৯জন ভবিষ্যত আরচারের হাতে গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র তুলে দেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সনদ পাওয়া ১২ জন বালক ও ৭ জন বালিকার মধ্য থেকে ৯ জন বালক ও একজন বালিকাসহ মোট ১০ আরচ্যারকে উন্নত প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক শোয়েব মো: আসাদুজ্জামান, আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:), সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও জাতীয় আরচ্যারী দলের কোচ মার্টিন ফ্রেডারিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সনদ বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ