পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
“প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের এই সংলাপ সফল হউক। রাজনীতিতে অশান্তি দূর হউক। দেশে শান্তি ফিরে আসুক। তবে এই সংলাপ যদি ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতির ভবিষ্যৎ আরো অন্ধকারের দিকে যাবে”। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম আউটার স্টেডিয়াম পাড়ায় জমজমাট চায়ের আড্ডায় আলাপচারিতায় ওই কথাগুলো বলছিলেন একদল তরুণ। শুধু এখানেই নয় এমনিভাবে গতকাল রাত অবধি সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকায় গণভাবনের সংলাপ। যে যার মতো করে আলোচনা-পর্যালোচনায় তুলে আনেন এ বিষয়টি।
রাজধানী ঢাকায় গণভবনে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সংলাপে কী আলোচনা হচ্ছে, কী সমাধান বেরিয়ে আসছে, জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া ৭ দফা দাবি এবং ১১ দফা লক্ষ্য সম্পর্কে আওয়ামী লীগের জবাব কী, বৈঠক ফলপ্রসূ নাকি ব্যর্থ, আবার কোনদিন বসবে ইত্যাদি নানা প্রশ্ন আর কৌতূহল ছিল রাজনীতি সচেতন চট্টগ্রামের সর্বস্তরের মানুষের মাঝে। সংলাপকে কেন্দ্র করে সবধরনের মানুষের আগ্রহের পারদ এ মুহূর্তে তুঙ্গে রয়েছে। চোখে পড়েছে এক ধরনের আগ্রহমিশ্রিত টান টান উত্তেজনা।
চট্টগ্রাম নগরীজুড়ে কৌতূহলী মানুষের আলোচনা-পর্যালোচনায় এখানে-সেখানে ভেসে আসছে গণভবনের এই সংলাপকে ঘিরে আশার ঝিলিক। তৃণমূলের রাজনৈতিক নেতা-কর্মী, সমর্থক থেকে শুরু করে পেশাজীবীমহল এই সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট কর্তৃক প্রধানমন্ত্রীর কাছে পত্র প্রেরণ এবং প্রধানমন্ত্রীর দ্রæত সাড়া দিয়ে সংলাপে বসার পুরো উদ্যোগটিকেই ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। সেই সাথে সবার মাঝে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা মনে গেঁথে আছেÑ সংলাপ সফল হবে তো? ঢাকায় অবিরাম যোগাযোগ করেও অনেকে খবর নিচ্ছেন সংলাপ কীভাবে এগুচ্ছে।
চাটগাঁবাসীর সতর্ক চোখ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৪ দলের ২৩ জন এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ২১ জন নেতার দিকেই। গণতন্ত্রকামী শান্তিকামী সাধারণ চাটগাঁবাসীর বক্তব্য থেকে ফুটে উঠেছে, সবাই চান আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে একটি পরিবেশ নিশ্চিত হয়ে উঠুক। আবার তারা অনেকে সতর্ক করে দিয়েছেন, সংলাপকে যে কোনো মূল্যে উদার খোলা মন নিয়ে সাফল্যের ঠিকানায় পৌঁছাতে ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না। আর এরজন্য সরকারের দায় স্বভাবতই বেশি বর্তায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।