Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০১৭ সালের জেএসসি প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ তদন্ত কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে একটি কেন্দ্রে

ঠাকুরগাঁও সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জেএসসি পরীক্ষার প্রথম দিন একটি কেন্দ্রের ৪৮জন পরীক্ষার্থীর বাংলা পরীক্ষা ২০১৭ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি ধরা পড়লে পরীক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। লাহিড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব মো. জিল্লুর রহমান জানান, দিনাজপুর বোর্ড থেকে যেভাবে প্রশ্ন এসেছে তিনি সেভাবেই রুমে রুমে প্রশ্ন পাঠিয়ে দিয়েছেন। পরিদর্শকগণ খেয়াল না করায় এই বিপত্তি হয়েছে। এই কেন্দ্রে বিভিন্ন স্কুলের ১২৫৯ জন পরীক্ষায় অংশ নিয়েছে। কিন্তু ৪৮ জনের কাছে ভুলক্রমে ২০১৭ সালের প্রশ্ন বিলি করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ভূপেন্দ্র নাথ জানান, খবরটি তিনি পেয়েছেন ও সরেজমিনে কেন্দ্র পরিদর্শনের জন্য তিনি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম সেখানে যান। জেলা প্রশাসক ড. কে এম আখতারুজ্জামান সেলিম জানান, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছেন। তিনি আরো বলেন, এই ভুল কেন কীভাবে হলো এবং কে এজন্য দায়ী তা নির্ধারণের জন্য তিনি একটি তদন্ত টিম গঠন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএসসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ