Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে জেএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে চলছে জেএসসি পরীক্ষা। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজ স্কুল ভবনেই কেন্দ্র প্রতিষ্ঠা করে নিজ স্কুলের শিক্ষকদের গার্ডে রেখে স্কুল প্রধানকে কেন্দ্র সচিব করে নেয়া হচ্ছে পরীক্ষা। জানা গেছে, ডাসারের ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড বিশ্ববিদ্যালয় কলেজের ভবনে একই স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছে। শিক্ষার্থীদের গার্ডের ডিউটিতেও একই ভবনে রাখা হয়েছে নিজ স্কুলের শিক্ষকদের, আর কেন্দ্র সচিবও করা হয়েছে ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাসানুল সিরাজী কে। আর ফলাফলে নিজ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সংশ্লিষ্ট শিক্ষকরা নিজ স্কুলের পরীক্ষার্থীদের অসাধুপায় অবলম্বনে সহযোগিতা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এ খবর উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন, কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম নজরুল ইসলামসহ ১০/১২ জন শিক্ষক অভিযোগ করে বলেন, নিয়ম হল নিজ স্কুল ভবনে কেন্দ্র হলেও সেখানে সেই স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না। আর নিজ স্কুলের শিক্ষকরা সেখানে গার্ডের ডিউটিতেও থাকতে পারবে না। কিন্তু ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড বিশ্ববিদ্যালয় কলেজের ভবনে নিজ স্কুলের শিক্ষার্থীরাই পরীক্ষা দিচ্ছে এবং অন্য স্কুলের পরীক্ষার্থীদের গার্ডের নামে একই ভবনে নিজ স্কুলের পরীক্ষার্থীদেরই পরীক্ষা নেয়া হচ্ছে। এতে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, কিভাবে সেখানে নিজ ভবনে নিজ স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র হল আমি তা বলতে পারব না। তবে এটি ইউএনও স্যারে ভাল বলতে পারবে। এ ব্যাপারে ইউএনও শাম্মী আক্তারের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, আমি ব্যস্ত রয়েছি। এ ব্যাপারে আপনাদের সাথে পরে কথা বলব। অভিযোগের ব্যাপারে ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব হাসানুল সিরাজী বলেন, পরীক্ষার ক্ষেত্রে ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড বিশ্ববিদ্যালয় কলেজের আলাদা আলাদা ভবন ব্যবহার করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালকিনিতে জেএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ