Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রার্থীরা একাধিকবার নির্বাচন করতে পারবে

বিজিএমইএ’র গঠনতন্ত্র সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পরিষদের (বোর্ড) নির্বাচনে এখন থেকে যতবার ইচ্ছে নির্বাচন করতে পারবেন সদস্যরা। এতদিন টানা তিন মেয়াদের (প্রতি মেয়াদে দুই বছর) বেশি কেউ নির্বাচন করতে পারতেন না। সংগঠনের এমন ধারা বিলুপ্ত করে যে যতবার নির্বাচনে অংশগ্রহণ করতে চায় ততবারই অংশ নিতে পারবেন-এ বিষয়ে একমত হয়ে ওই বিশেষ ধারা বাতিলে সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএর পরিচালনা পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে তিনবারের বেশি প্রার্থী হওয়া যাবে না-গত বুধবার বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ ধারা বিলুপ্ত করার জন্য গঠনতন্ত্রে সংশোধন আনার প্রস্তাব করা হয়। তখন সর্বসম্মতিক্রমে তা পাস হয়। সিদ্দিকুর রহমান বলেন, এ ধারার কারণে অনেক যোগ্য নেতা নির্বাচনে অংশ নিতে পারতেন না। ফলে সংগঠনে নেতৃত্ব সঙ্কট তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাণিজ্য সংগঠনের নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়েরও একটি নীতিমালা ছিল। কিন্ত সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠনগুলো নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করতে পারবে। এরপর বুধবার বিজিএমইএ ইজিএমের মাধ্যমে গঠনতন্ত্রে পরিবর্তন আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ