প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রবীন্দ্র নাট্যচর্চার সাফল্যের ধারাবাহিকতায় প্রাঙ্গণেমোর নাট্যদল এবার আয়োজন করতে যাচ্ছে দলীয় পাঁচটি প্রযোজনা নিয়ে এক নাট্যায়োজন ‘রবীন্দ্রনাথে পাঁচ দিন প্রাঙ্গণেমোর’। নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে প্রাঙ্গণেমোরের জনপ্রিয় এই পাঁচটি নাটক মঞ্চায়িত হবে ২ থেকে ৬ নভেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টায়। ‘রবীন্দ্রনাথে পাঁচ দিন প্রাঙ্গণেমোর’ এ নাট্যায়োজন ২ নভেম্বর সন্ধ্যা ৬টায় শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান। বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চার প্রথম প্রয়াস প্রাঙ্গণেমোর। এই নাট্যদলের কার্যক্রম বাংলাদেশে নিয়মিত ভাবে রবীন্দ্র নাট্যচর্চার ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করেছে এ কথা আজ বাংলাদেশের নাট্যাঙ্গণে স্বীকৃত সত্য। প্রাঙ্গণেমোর ইতিমধ্যে ৪টি রবীন্দ্র নাটক এবং রবীন্দ্রনাথকে নিয়ে আরো একটি নাটক মঞ্চে এনেছে যা দেশ-বিদেশে দর্শক নন্দিত হয়েছে। নাটকগুলো হলো ‘শ্যামাপ্রেম’, ‘স্বদেশী’, ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’ এবং ‘আমি ও রবীন্দ্রনাথ’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।