Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংলাপে বসতে চান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের দেখাদেখি বি. চৌধুরী অতপর গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চান। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার অনুরোধ জানিয়ে আবেদন পত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সংলাপে বসতে যাচ্ছেন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল। এমন ঘোষণার পরেই বিকল্পধারা বাংলাদেশের পক্ষ হতে প্রধানমন্ত্রীকে সংলাপে বসার জন্য চিঠি দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকল্পধারার সঙ্গে সংলাপে বসার দিন নির্ধারণ করা হয় শুক্রবার।
এদিকে গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা একটি চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়। তিনি সংলাপে সবার জন্য চিঠি দেয়ার তথ্য নিশ্চিত করে বলেন, আসন্ন নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং এ প্রসঙ্গে জাতীয় পার্টির মতামত জানাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চায় জাপা চেয়ারম্যান।
উল্লেখ এইচ এম এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এবং জাতীয় পার্টি বিরোধী দল হলেও দলের তিনজন নেতা মন্ত্রী-প্রতিমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংলাপ

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ