নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বৃষ্টিতে প্রথম দিন ভেসে যাওয়ার পর অবশেষে মাঠে গড়িয়েছে জিম্বাবুইয়ান ও বিসিবি একাদশের মধ্যেকার প্রস্তুতি ম্যাচটি। তবে খুব বেশি আশার খবর দেয়নি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। গতকালও মাঠ ও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু হয় ১২টা ৪৫ মিনিটে। বিসিবি একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এর সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে অভিষেকটাও হয়ে গেলে পেসার রুবেল হোসেনের। জিম্বাবুয়ে ৯ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১২ রান করার পর আলোর স্বল্পতার কারণে ১১ ওভার বাকি থাকতে খেলা আর মাঠে গড়ায়নি। আজ তৃতীয় দিন আবহাওয়া অনুকূলে থাকলে জিম্বাবুয়ে তাদের বাকি ইনিংস শুরু করবে। গতকাল ম্যাচ যখন শুরু হয় তখন ছিল আকাশ মেঘলা। ১২টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বারবার ব্যাহত হয়। ফলে ২০ ওভার হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু নয় ওভার শেষে খেলা আর মাঠে গড়ায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।