পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি বলেন, ‘মধ্য নভেম্বরে কক্সবাজার আশ্রয় শিবিরের রোহিঙ্গা শরণার্থীদের প্রথম ব্যাচকে মিয়ানমারে প্রত্যাবাসন করা হবে বলে আশা করছি। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো-এর সঙ্গে তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে তিনি এতথ্য জানান। এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রত্যাবাসন করা সম্ভব। আমরা দেখছি আমাদের দুই পক্ষেরই রাজনৈতিক সদিচ্ছা আছে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার জন্য আমার দুই দেশের পররাষ্ট্র সচিব বুধবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাব। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার দুই পক্ষেরই রাজনৈতিক সদিচ্ছা আছে। আমরা দুই পক্ষই দ্রুত প্রত্যাবাসন শুরু করতে চাই। ফেরত যাওয়ার পর রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আমরা রাখাইনে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে রয়েছে সেখানকার পুলিশ এবং জনগণকে সচেতন করা। যাতে করে রোহিঙ্গারা বৈষম্যের শিকার না হয়।
ফেব্রুয়ারিতে ৮০৩২ জনের একটি তালিকা মিয়ানমারকে পাঠানো হয়েছিল। এর ৪৬০০ জনের তথ্য তারা যাচাইবাছাই করেছে। তবে প্রথম ব্যাচে কতজন রোহিঙ্গা দেশে ফিরে যাবেন তা জানা যায়নি। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।