বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ ডিসেম্বরের আগে ভোট গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন। গতকাল এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও’র নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাত করে এ অনুরোধ জানায়। এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিবসটি উৎসবমূখর রাখার প্রয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটি ২৫ ডিসেম্বর বড়দিনের খুব কাছাকাছি যেন নির্ধারণ করা না হয়। তারা নির্বাচনের দিন ২০ ডিসেম্বরের পূর্বে অথবা জানুয়ারীর প্রথম সপ্তাহে নির্ধারণের অনুরোধ জানায় সিইসিকে। এসময় নির্বাচনের আগে ও পরে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তাসহ কিছু দাবি তুলে ধরে খ্রিস্টান এসোসিয়েশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।