প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকাদের একটু বয়স বাড়লেই তাদের নিয়ে নির্মাতারা খুব একটা ভাবেন না। বলেন, বয়স হয়ে গেছে। অথচ বয়স হলেও একজন নায়ক বা নায়িকার যে দীর্ঘ দিনের অভিজ্ঞতা সেটা নিয়ে তারা ভাবেন না। এটা দুঃখজনক। এ কারণে অনেক গুণী শিল্পীও নিজেদের গুটিয়ে নেন। তবে আমি আশাবাদী এমনটি থাকবে না। পরিবর্তন আসবে। কথাগুলো বললেন চিত্রনায়িকা মৌসুমী। আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাবে মৌসুমী অভিনীত সিনেমা রাত্রির যাত্রী। সিনেমাটিতে কেন্দ্রয়ি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নিয়ে মৌসুমী বলেন, রাত্রির যাত্রী দারুণ গল্পের সিনেমা। এ ধরনের গল্পের সিনেমা সাধারণত আমাদের দেশে খুব একটা দেখা যায়না। সিনেমাটি নির্মাণে পরিচালক হাবিবুর রহমান হাবিবের পরিশ্রম অনেক কাছ থেকে দেখেছি। একজন মানুষ তার স্বপ্নপূরণের জন্য এতো কষ্ট করতে পারেন তা আমার জানা ছিলনা। আশা করি, তার শ্রম বিফলে যাবে না। তিনি বলেন, বেশ কয়েক বছর আগে সিনেমাটিতে অভিনয় করেছি। গ্রামের গরিব ঘরের সহজ-সরল শিক্ষিত নারী ফাতেমা পারভীন ময়না চরিত্রে দেখা যাবে আমাকে। আমাদের সমাজের চেনা জানা অনেক নারীর ছায়া রয়েছে চরিত্রটিতে। সাধারণ একটি চরিত্রকে অসাধারণ করে তুলেছেন পরিচালক। বাবাহীন ময়না অসুস্থ মাকে নিয়ে সংসার চালান। ঢাকা শহরে এসে সে নানা ধরনের অভিজ্ঞতার মুখে পড়েন। পরে নতুন এক ময়না আবিস্কৃত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।