Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংলাপে যাচ্ছেন ড. কামাল-মির্জা ফখরুলসহ ১৬ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ৮:৩৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্য অংশ নিবেন বলে জানিয়েছেন ফ্রন্টের নেতারা। মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মতিঝিলে ঐক্যফ্রন্টের সমন্বয়ক ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে সাংবাদকিদের এ কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংলাপের যে চিঠি দিয়েছেন সেখানে অংশ নেবে ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি। এর আগে প্রতিনিধি ঠিক করতে ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে বসেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জোটের ৭ দফা দাবি ও ১১ লক্ষ্যের ভিত্তিতে আলোচনা করার সিদ্ধান্ত হয়।

সংলাপে আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে আওয়ামী লীগের কতজন এবং কোন কোন নেতা অংশ নেবেন তা জানা যায়নি। ড.কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম। গণফোরাম থেকে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী। জেএসডি থেকে আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন ও তানিয়া রব। জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন ও নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে থাকবেন ডা. জাফরুল্লহ চৌধুরী।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা সুলতান মুহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।



 

Show all comments
  • শওকত আকবর ৩০ অক্টোবর, ২০১৮, ৯:৪৪ পিএম says : 0
    প্রত্যাশীত সংলাপ সফল ও স্বার্থক হোক | চলমান রাজনৈতিক সমাস্যার সমাধান কল্পে জাতীয় নেত্রির্বগের হ্রদয়ের সুধুরপ্রসারী গভিরতা দিয়ে অনুধাবন করতঃ অর্থবহ সংলাপ অনুস্ঠিত হোক | জাতী মুখিয়ে আছে সংলাপের দিকে | আগামী ১লা নভেম্বর ব্রহঃসপতিবার চিরস্বরনীয় বরনীয় হয়ে থাকুক সকলের মানোষপটে | হোক হিংসাত্মক রাজনীতির অবসান | |
    Total Reply(0) Reply
  • md abdul kadir ৩০ অক্টোবর, ২০১৮, ১০:১৮ পিএম says : 0
    kub balo,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংলাপ

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ