রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে দাপ্তরিক কাজের অনিয়মের অভিযোগ তুলেছেন একই প্রতিষ্ঠানের সমাজবিজ্ঞানের প্রভাষক ভূক্তভোগী মোহাম্মদ আলী।
জানা যায়, চলতি বছরের ৬ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর মাহাবুবুর রহমান স্বাক্ষরিত একপত্রে বেসরকারি কলেজে ডিগ্রিস্তর এমপিওভুক্ত কলেজে নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির লক্ষ্যে আবেদনপত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের প্রেরণের নির্দেশ দেন। সমাজবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ আলী ২০০৫ সালে ১৩ মার্চ শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ে প্রভাষদ পদে যোগদান করেন। কিন্তু শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাইনির ইসলাম সরকারি নির্দেশ অমান্য করে তার প্রতিষ্ঠানের সমাজবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ আলীর এমপিওভুক্তির জন্য আবেদনপত্র অধিদপ্তরের প্রেরণ করছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রভাষক মোহাম্মদ আলী। এমনকি আবেদনপত্র অধিদপ্তরে প্রেরণের জন্য উৎকোচ দাবি করেছেন অধ্যক্ষ।
অপর দিকে, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম জানিয়েছেন, তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির জন্য তার প্রতিষ্ঠানের একজন প্রার্থীর আবেদন ফরম মোতাবেক হার্ডকপি অধিদপ্তরের প্রেরণ করেছেন। এর আগে অধ্যক্ষ বরাবর কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণের জন্য আবেদন করেন ভূক্তভোগী মোহাম্মদ আলী। এ ব্যাপারে জানতে সোমবার সকালে অধ্যক্ষ ব্রাইনির ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে উৎকোচ নেয়ার বিষয়টি অস্বীকার করে জানান, যথাসময়ে মোহাম্মদ আলীর কাগজপত্র অধিদপ্তরের প্রেরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।