পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্য অংশ নিবেন বলে জানিয়েছেন ফ্রন্টের নেতারা। মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মতিঝিলে ঐক্যফ্রন্টের সমন্বয়ক ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে সাংবাদকিদের এ কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংলাপের যে চিঠি দিয়েছেন সেখানে অংশ নেবে ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি। এর আগে প্রতিনিধি ঠিক করতে ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে বসেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জোটের ৭ দফা দাবি ও ১১ লক্ষ্যের ভিত্তিতে আলোচনা করার সিদ্ধান্ত হয়।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক ছাত্রনেতা সুলতান মুহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।