পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি দেবেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছে দেবেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। আওয়ামী লীগের দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অর্থবহ সংলাপের আহবান জানিয়ে গত রোববার প্রধানমন্ত্রীকে চিঠি দেন ড. কামাল হোসেন। সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই চিঠি নিয়ে আলোচনা করে সংলাপে বসার সিদ্ধান্ত নেয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংলাপে বসার সিদ্ধান্তের বিষয়টি সবাইকে জানিয়ে দেন। রাতে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে টেলিফোন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।