মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের দ্বি-দলীয় রাজনৈতিক ব্যবস্থাকে আর উপযুক্ত মনে করেন না দেশটির ৫৭ শতাংশ মানুষ। তারা এ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। গ্যালোপ পোলের মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন, দেশে দুই দলের বাইরেও আরেকটি দল দরকার যার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। গ্যালোপের সর্বশেষ জরিপে দেখা গেছে, প্রায় ৩৮ শতাংশ মানুষ মনে করেন ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এতটাই দুর্বল ভূমিকা পালন করছে যে, এখন দেশটির জন্য বড় ধরনের তৃতীয় শক্তি জরুরি হয়ে পড়েছে। যারা দুই দলের কোনোটির সঙ্গেই সম্পৃক্ত নন তাদের বেশিরভাগই তৃতীয় শক্তির পক্ষে। তবে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে এ বিষয়ে মতামতের ক্ষেত্রে বড় ধরণের পার্থক্য লক্ষ্য করা গেছে। ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের ৫৪ শতাংশ তৃতীয় শক্তির পক্ষে মত দিলেও রিপাবলিকান পার্টির বেশিরভাগ সমর্থকই তৃতীয় শক্তির উত্থানের বিপক্ষে। রিপাবলিকান পার্টির মাত্র ৩৮ শতাংশ সমর্থক তৃতীয় শক্তির উত্থান চান। প্রায় দেড়শ বছর ধরে রিপাবলিকান অথবা ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্র শাসন করে আসছে। দেশটিতে গ্রিন পার্টি ও লিবারটেরিয়ান পার্টি নির্বাচনে অংশ নিলেও মূল ধারার গণমাধ্যম এই দুই দলের কোনো নির্বাচনি সভা ও বির্তক প্রচার করে না। এ কারণে এই দুই দলের এজেন্ডা সম্পর্কে দেশটির অধিকাংশ মানুষ কিছুই জানে না। অপরদিকে, যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে ইহুদিদের ধর্মীয় উপাসনালয় সিনাগগে গুলি করে ১১ জনকে হত্যার ঘটনার পর দেশজুড়ে উপাসনালয়ের স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সিটি, লস এঞ্জেলেস, শিকাগোসহ ফিলাডেলফিয়ায় বাড়তি পাহারার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, শনিবারেই দেশজুড়ে সিনাগগ ও ইহুদি সেন্টারগুলোতে বাড়তি নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, শিকাগো ও অন্যান্য শহরগুলোর উপাসনালয়ে নতুন কোনো হামলার হুমকি পাওয়া না গেলেও ওই সমস্ত এলাকায় কড়া পাহারায় আছে পুলিশ। নিউ ইয়র্কের উপাসনালয়গুলোতে ভারি অস্ত্রসহ নিরাপত্তা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। শিকাগোর পুলিশ বিভাগও পরিস্থিতি গভীরভাবে নজরে রাখছে এবং ওই রাজ্যের সব সিনাগগগুলোতে বিশেষভাবে সতর্ক দৃষ্টি রেখেছে। লস এঞ্জেলেসের উপাসনালয়গুলোতেও বাড়তি সতর্কতা অবলম্বন করাসহ কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। হিউস্টনের হ্যারিস কাউন্টির শেরিফ বলেছেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তারা গোটা সপ্তাহ জুড়েই সিনাগগ গুলোর পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখবে। ফিলাডেলফিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শহরজুড়ে প্রতিটি সিনাগগ ও অন্যান্য উপাসনালয়ে কর্মকর্তাদের পাঠানোসহ পরিস্থিতি নজরে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ। সন্দেহভাজন হামলাকারী ৪৬ বছর বয়সী রবার্ট বাওয়ার্সের শনিবার সকালে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরের ট্রি অব লাইফ সিনাগগ ভবনের ভেতর প্রার্থনারত ইহুদিদের ওপর নির্বিচারে গুলি চালায়। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিবিসি, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।