নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে ব্যবস্থাপনায় আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ৩২তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতা। এ আসরের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক করছে ওয়ালটন গ্রুপ। রাজধানীর রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে ৩ ও ৪ নভেম্বর বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে। মূল পর্বের খেলা ৫ নভেম্বর শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এবারের আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় ২০টি দেশ অংশ নিচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চাইনিজ তাইপে, চীন, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।
প্রতিযোগিতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতা প্রসঙ্গে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ বলেন, ‘ওয়ালটন গ্রুপ আমাদের সঙ্গে আগেও ছিল এখনো আছে। এবারের আন্তর্জাতিক জুনিয়র টেনিসে তারা টাইটেল স্পন্সর হওয়ায় আমি তাদের ধন্যবাদ জানাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।