বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের তাহিরপুরে টয়লেটের ভেতর থেকে মার্জিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মার্জিয়া উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী লামাকাঁটা গ্রামের কয়লা পরিবহন শ্রমিক সর্দার সাইকুল ইসলামের স্ত্রী ও একই এলাকার বাঁশতলা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে। মর্জিনার ৯ মাস বয়সী এক শিশুকন্যা রয়েছে।
নিহতের পরিবার সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে গৃহবধূ মার্জিয়া খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যান।
এর পর দীর্ঘক্ষণ তিনি টয়লেট থেকে ফিরে না আসায় স্বামী সাইকুল সেখানে যান। এর পর টয়লেটে ভেতরে স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
দিবাগত রাত ৩টার দিকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে ওই গৃহবধূকে তিনি মৃত বলে ঘোষণা করেন।
নিহতের স্বামী সাইকুল জানান, বিয়ের পর জানতে পারি মার্জিয়ার মৃগী রোগ আছে। আমার ধারণা, মৃগী রোগে আক্রান্ত হয়েই টয়লেটের ভেতর পড়ে তার মৃত্যু হয়েছে।
নিহতের বাবা মোস্তফা মিয়া বলেন, প্রায় তিন বছর আগে মেয়েকে বিয়ে দিয়েছিলাম সীমান্তবর্তী লামাকাঁটা গ্রামের সাইকুলের সঙ্গে। বিয়ের আগে আমার মেয়ের মৃগী রোগ ছিল না। কীভাবে মারা গেছে তাও আমি নিশ্চিত করে বলতে পারছি না।
তাহিরপুর থানার এসআই মুহিত মিয়া জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি পরিষ্কার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।