Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্য উত্তেজনায় বাড়ছে চীন-জাপান ঘনিষ্ঠতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য নিয়ে উত্তেজনার মধ্যে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে জাপানের সঙ্গে চীনের সম্পর্ক। টোকিও এবং বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই সামরিক সংঘাত চলে আসছে এবং বর্তমানেও দু’দেশ আঞ্চলিক বিরোধে জড়িত। এর মধ্যেই শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ সফরে গিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দু’দেশের সম্পর্ক এক ঐতিহাসিক মোড় নিয়েছে বলে মন্তব্য করেছেন। সাত বছরের মধ্যে চীনে জাপানের কোনো সরকার প্রধানের এটিই প্রথম সফর। আবে বলেন, জাপান ও চীনের এখন প্রধান কাজ হল অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা। এলক্ষ্যে একযোগে কাজ করাসহ উত্তর কোরিয়া নিয়েও কাজ করবে দু’দেশ। জাপান এবং চীনের একে অপরের সঙ্গে বাণিজ্য করে আসলেও রাজনৈতিক দিক থেকে দেশ দুইটির সম্পর্ক প্রায়ই নাজুক হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের কিছু অংশ দখল করে নেওয়া জাপানের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক এখনো কন্টকাকীর্ণ। কয়েকটি বিতর্কিত অঞ্চল নিয়ে দুদেশ এখনো সমঝোতায় পৌঁছতে পারেনি। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনসহ বিশ্বের বেশিরভাগ দেশেরই বাণিজ্য নিয়ে উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতির কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের অন্যান্য দেশগুলোর রপ্তানি কঠিন হয়ে উঠছে। আর এর প্রেক্ষাপটেই জাপান ও চীন একে অপরের কাছাকাছি আসছে। বেইজিং সফরকালে জাপানের প্রধানমন্ত্রী আবে সাংবাদিকদের বলেছেন, “প্রতিযোগিতা থেকে সহাবস্থান সব ক্ষেত্রেই জাপান ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।” ওদিকে, চীনও বলেছে, “দু’দেশেরই উচিত স্থিতিশীল, টেকসই এবং সুস্থ সম্পর্কের স্বাভাবিক ধারায় ফিরে আসা।” রয়টার্স।



 

Show all comments
  • ash ২৮ অক্টোবর, ২০১৮, ৫:৪৮ এএম says : 0
    THEY SHOULD SOLVE THE PROBLEM BETWEEN THEM !! WAR CANT BE SOLVE THE PROBLEM !!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ