Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপাল-চীন প্রতিরক্ষা সহযোগিতা বাড়াছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

নেপাল ও চীনের সেনাবাহিনী সা¤প্রতিক বছরগুলোতে সহযোগিতা বাড়িয়েছে। এখন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, নেপালের সেনাবাহিনী এখন থেকে উত্তরের প্রতিবেশী থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পেতে যাচ্ছে। চীন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য এ বছর নেপালের সেনাবাহিনীকে ১৫০ মিলিয়ন ইউয়ান দেবে। গত বছর ১০০ ইউয়ান সহায়তা দিয়েছিল চীন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, আগামী সপ্তাহে বেইজিংয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। নেপালের ডেপুটি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ইশওয়ার পোখরেল সেখানে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক এক সম্মেলনে যোগ দিতে বর্তমানে তিনি বেইজিংয়েই অবস্থান করছেন। গত পাঁচ বছরে নেপাল ও চীনের সেনাবাহিনী পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে। অন্যান্য বিষয়ের সাথে তারা যৌথ মহড়ায় অংশ নিয়েছে এবং প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি গ্রহণ করেছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ