মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের ওকিনাওয়ায় মার্কিন সামরিক ঘাঁটি থাকা না থাকার প্রশ্নটি এবার গণভোটে ছেড়ে দিয়েছে স্থানীয় সংসদ। গণভোট অনুষ্ঠিত হলে সেখান থেকে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নিতে হবে এমন আশঙ্কায় উদ্বেগে পড়েছে ওয়াশিংটন। মাত্র এক মাস আগে ওকিনাওয়ার গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছে ডেনি টামাককে। ডেনি টামাক মূলত মার্কিন সামরিক ঘাঁটিবিরোধী আন্দোলনের নেতা। মার্কিন ঘাঁটির বিরুদ্ধে তার অবস্থানের কারণে তিনি নির্বাচিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রসঙ্গত, শুক্রবার ওকিনাওয়ার স্থানীয় সংসদের অধিকাংশ সদস্য গণভোট আয়োজনের পক্ষে ভোট দেয়। ওকিনাওয়ার জনগণ ঘাঁটিটি ওই দ্বীপের অন্যত্র স্থানান্তরের বিরোধিতা করে বলছে, এই দ্বীপে মার্কিন ঘাঁটি রাখতে দেয়া হবে না। নির্বাচিত হওয়া ডেনি টামাক জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দেখা করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের এটা জানা উচিত, ওয়াকিনাওয়ার জনগণ এই দ্বীপে আর মার্কিন ঘাঁটি দেখতে চায় না। এনএইচকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।