বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কোশাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নরাবো টেকপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে রিকশা চালক রিপন (৩২) ও মোস্তাফা মিয়ার স্ত্রী হামিদা বেগম (৪৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরাবটেক এলাকা থেকে হামিদা বেগম এক আত্মীয়কে নিয়ে রিপনের রিকশায় করে ভুলতা এলাকার একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। কোশাব এলাকায় আসার পর মালভর্তি (ঢাকা মেট্রো-ট-১৮-৯৭১৭) ট্রাকটি টারনিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার উপর উল্টে পড়ে যায়। এসময় রিকশা চালক রিপন ও হামিদা উভয়ে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়। অপরজন ছিটকে দুরে পড়ে গুরুতর আহত হয়। এসময় এলাকাবাসী ছুটে আসলেও ট্রাকের নিচে চাপা পড়ে থাকা রিপন ও হামিদার লাশ উদ্ধার করতে পারেনি। তবে, ঘটনার ৫ ঘন্টায়ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে না আসায় উত্তেজিত জনতা এশিয়ান হাইওয়ের একটি বিআরটিসি বাস, একটি মাইক্রোবাস ও একটি সিএনজি গাড়ি ভাঙচুর করে। পরে হাইওয়ে পুলিশ এসে রেকার এনে নিহতদের লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।