Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি প্রদান

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক মেধা বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সরকার আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রাশেদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক শরীফুল ইসলাম। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে জনপ্রতি ৫হাজার টাকা ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। ৫ম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ৬৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃত্তি প্রদান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ