রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনীতে মাদরাসা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনএ নিউজের সম্পাদক আলহাজ মিজানুর রহমান মজু। বিশেষ অতিথি ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন ফেনী জেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা হোসাইন আহমদ ভূঁঞা।
মাওলানা মো. ইয়াসিনের সভাপতিত্বে মাওলানা মামুনুর রশিদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা ছিদ্দিকুল্লাহ, মাওলানা মেজবাহ উদ্দীন, মাওলানা বোরহান উদ্দীন ফারুকী, হাফেজ কামরুল আহসান, মাওলানা হানিফ, মাওলানা মাঈন উদ্দীন, মাওলানা কাজী নুরুল আফসার, মাওলানা আবদুল হাই, মাওলানা আমীর হোসেন, মাওলানা জাকারিয়া মাসুদ, মাওলানা সোহেল মাহমুদ ও মোতাহের উল্লাহ প্রমুখ। এ সময় মাদরাসার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩৩ জনকে বৃত্তি প্রদান করা হয়। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফেনী জেলার চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষাদের এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, মাদরাসা শিক্ষা দিন দিন আধুনিক ও যুগোপযোগী হচ্ছে। বর্তমান সরকার মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নে ব্যাপক ভ‚মিকা রেখেছে। মাদরাসা শিক্ষার্থীরা তাদের যোগ্যতার প্রমাণ করছে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়েও।
বক্তারা এ ধরনের একটি প্রশংসনীয় উদ্যোগের জন্য ফেনী জেলা মাদরাসা বৃত্তি ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে আগামী দিনগুলোতে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।