Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

তিতাসে বৃত্তি প্রদান ও ঈদবস্ত্র বিতরণ

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১১ এএম

কুমিল্লার তিতাস উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও এতিমদের ঈদবস্ত্র বিতরণ করেছে স্থানীয় একটি সংগঠন। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ মাঠে মেধার বিকাশ সমাজকল্যাণ-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং রোজ কফির মালিক শফিউল বাশারের অর্থায়নে মেধাভিত্তিক পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তি প্রদান ও এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। তিতাস, হোমনা, মেঘনা ও দাউদকান্দি এ ৪টি উপজেলার ৪০জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন এবং ৩৫০ জন এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। সংগঠনের সভাপতি মো. কামাল পারভেজ ডালিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি শাজাহান আলী ভূইয়া, এস এম শাফউল বাশার, মাসুদ রানা মাছুম, জিন্নাত আলী, মনিরুজ্জান, মজিবুর রহমান মজিবসহ সংগঠনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিতাসে বৃত্তি প্রদান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ