Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা এখনও চলমান -জাতিসংঘের তদন্তকারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১:১৬ পিএম

মিয়ানমারে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চেয়ারম্যান জানিয়েছেন, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদেধ গণহত্যা চলমান রয়েছে এবং সরকার ক্রমাগত কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় অনাগ্রহের কথা জানান দিচ্ছে। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্রিফিংয়ের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।


ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চেয়ারম্যান মারজুকি দারুসমান জানান, গত বছর রাখাইনে সেনা অভিযান জোরদার হওয়ার পর সেখানে থেকে যাওয়া আড়াই থেকে চার লাখ রোহিঙ্গা এখনও নিপীড়নমূলক বিধিনিষেধ ও নির্যাতনের শিকার হচ্ছে। তিনি বলেন, এখনও নিপীড়ন চলছে। এই গণহত্যা এখনও চলছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার নিয়ে দারুসমানের ব্রিফিংয়ে ১৫ সদস্যের মধ্যে ৬টি দেশ আপত্তি জানিয়েছে। আপত্তি জানানো দেশগুলোর মধ্যে রয়েছে চীন ও রাশিয়া। ব্রিফিংয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের যে মানবাধিকার বিপর্যয় ঘটেছে তাতে আজীবনের জন্য যদি না হয় তবুও কয়েক প্রজন্মকে ভুগতে হবে। তিনি মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

দারুসমান বলেন, জাতীয় সার্বভৌমত্ব মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার লাইসেন্স নয়। রোহিঙ্গা, মিয়ানমারের জনগণসহ সারাবিশ্বের মানুষ চাইছে আপনাদের (নিরাপত্তা পরিষদ) পদক্ষেপ।

মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনও ধরনের নিপীড়নের কথা অস্বীকার করেছে। দেশটি দাবি করে, সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধ ন্যায্য সামরিক পদক্ষেপ নিয়েছে। জাতিসংঘে নিযুক্ত দেশটির দূত জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের প্রস্তাবটি কখনোই মেনে নেবে না মিয়ানমার।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২৫ অক্টোবর, ২০১৮, ১:৩০ পিএম says : 0
    রোহিঙ্গাদের বীরুদ্বে গনহত্যা নতুন নয়। কিন্ত আপনারা কি করিতেছেন? বারমার খোনিদেরকে মাটির সাথে মিটানো সময়ের দাবী। ইনশাআল্লা। ***********
    Total Reply(0) Reply
  • Kevin ২৯ অক্টোবর, ২০১৮, ১:৫৬ পিএম says : 0
    Ahaa, its good discussion
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমারে

২৫ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ