Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিয়ানমারে হেলিকপ্টার দিয়ে হামলা, ১০ হাজার বাস্তুচ্যুত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

মিয়ানমারের উত্তরপশ্চিমাঞ্চলের সাগাইংয়ে হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। অঞ্চলটির চারটি গ্রামে রাশিয়ার তৈরি হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়। প্রাণে বাঁচতে সেখানকার ১০ হাজারের বেশি বেসামরিক মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। শনিবার এ খবর দিয়েছে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সামরিক হেলিকপ্টার নিয়ে নামিয়ার গ্রামে অভিযান চালায় সামরিক বাহিনী। এর মধ্যে দুইটি রাশিয়ার তৈরি এমআই-৩৫ হেলিকপ্টারের মাধ্যমে প্রায় ৪০ মিনিট গুলি চালানো হয়। হামলার সময় ৫০ বছর বয়সী এক নারী নিহত হন। স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, হামলায় আরও কয়েকজন গ্রামবাসী আহত হয়েছে। গত ১ ডিসেম্বের থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত মিয়ানমারজুড়ে ২ হাজার ৮০০ যুদ্ধপরাধের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসে মিয়ানমার সামরিক বাহিনী। প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন গড়ে তুলেছে সাধারণ মানুষ। ইরাবতী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমারে হেলিকপ্টার দিয়ে হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ