বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গার্মেন্টস কর্মীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে। নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর চরপাথরঘাটায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এক বখাটে ধর্ষণের পর আরেকজন ধর্ষণের চেষ্টাকালে ওই নারী কৌশলে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চায়। আর তখন পুলিশ গিয়ে অভিযুক্ত মো. সেলিম (৩০) ও মো. সোহেলকে (২০) গ্রেফতার করতে সক্ষম হয়। বখাটে সেলিম দীর্ঘদিন ধরে ওই নারীকে কর্মস্থলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, রাত সাড়ে ৮টায় কারখানা থেকে বের হয়ে প্রথমে তার মায়ের বাসায় যান ওই নারী শ্রমিক। সেখান থেকে এক বান্ধবীর বাসায় যাবার পথে চরপাথরঘাটায় এক নির্জন স্থানে সেলিমের সঙ্গে দেখা হয়। সেলিম তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে তার ঘরের পাশে পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে যায়। অনেক কাকুতি-মিনতি করেও ধর্ষণের হাত থেকে সে রক্ষা পায়নি।
ধর্ষণের শিকার নারী খোয়াজনগর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিন বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিন বছর বয়সী শিশু পুত্র নিয়ে তিনি খোয়াজনগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। একই এলাকায় তার মায়ের বাসাও আছে। স্বামী পরিত্যক্তা হওয়ায় সেলিম, সোহেলসহ এলাকার কয়েকজন বখাটে তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
ওসি জানান, সেলিম ছেড়ে দেওয়ার পর ওই নারী হেঁটে বাসার দিকে যাচ্ছিলেন। তখন পথে সোহেল তাকে আটকে ফেলে। সোহেলও ধর্ষণের জন্য তাকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে চাইলে ওই নারী অসুস্থতার ভান করেন। এ সময় কৌশলে পুলিশের হেল্পলাইনে ফোন করেন তিনি। কর্ণফুলী থানা থেকে দ্রুত পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছালে সোহেল তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সোহেলকে ধরে ফেলে। তখন সোহেল মূল অভিযুক্ত সেলিমের অবস্থান শনাক্তে পুলিশকে সহযোগিতা করে। এরপর পুলিশ সেলিমকে আটক করে। দুজনের বিরুদ্ধে ওই নারী বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ওসি জানিয়েছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।