Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবশ্যই জবাবদিহি করতে হবে মোদিকে : ওমর

কাশ্মীর পরিস্থিতি ও ভোটার উপস্থিতি কমের জন্য

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেছেন, যে পরিস্থিতির কারণে কাশ্মীরের স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল সেজন্য তাকে জবাবদিহি করতে হবে। ১৬ অক্টোবর সমাপ্ত পৌর নির্বাচনের প্রথম পর্যায়ে ভোটার উপস্থিতির হার ছিল ৩.৪ ভাগ, দ্বিতীয় পর্যায়ে ছিল ৩.৪৯ ভাগ, তৃতীয় ধাপে ৪.২ ভাগ। টেলিফোনে দি প্রিন্টের সাথে এক সাক্ষাতকারে আবদুল্লাহ বলেন, এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জবাবদিহি করতে হবে। কারণ আগে এই রাজ্যে সময়মতো নির্বাচন হতো এবং জনগণ অংশগ্রহণ করত। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ২০, ৩০ ও ৪০ ভাগ। আর এখন তা হলো ২, ৩, ৪ ভাগ। এর জন্য কে দায়ী? অবশ্যই কেন্দ্রে যে সরকারে রয়েছে, তারা। প্রথম রাজনৈতিক দল হিসেবে ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সই নির্বাচন বয়কটের ঘোষণা দেয়। সংবিধানের ৩৫এ বিশেষ ধারা নিয়ে মোদি সরকারের ‘অনিশ্চিত’ অবস্থানের প্রতিবাদ করে তারা ভোট বর্জন করে। সংবিধানের ওই ধারায় কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। আবদুল্লাহ জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ার জন্য স¤প্রতি পদত্যাগ করা পিডিপি-বিজেপি জোটের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই সরকার গঠনের পরই জঙ্গিবাদের মাত্রা বেড়েছে। জঙ্গিবাদের কারণেই স্থানীয় সরকার নির্বাচনে এত কম লোকের উপস্থিতি ঘটেছে। তিনি মূলধারার রাজনৈতিক কার্যক্রমে জনগনের অংশগ্রহণের অভাবের কথাও বলেন। তিনি বলেন, মূলধারার রাজনৈতিক কার্যক্রমে জনগণের অংশগ্রহণ হ্রাস পাওয়া একটি বড় ধরনের পরিবর্তন। আর এজন্য বিজেপি-পিডিপিকে দায়ী করা যায়। তিনি বলেন, জনগণ এখন জানতে চায় পার্লামেন্ট নির্বাচন হবে কিনা। আবদুল্লাহ বলেন, রাজ্যে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী মোদি ও তার সরকারকে জবাবদিহি করা উচিত। তরুণ হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি ২০১৬ সালের জুলাই মাসে নিহত হওয়ার পর থেকে কাশ্মীর পরিস্থিতির অবনতি ঘটে চলেছে। গত রোববারও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কুলগাম জেলায় তিনজন নিহত হয়েছে। আবদুল্লাহ বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এখনো বাস্তব অবস্থা বুঝতে পারছে না। তিনি বলেন, সরকারকে প্রথমে এখানকার বাস্তব অবস্থা বুঝতে হবে। তারপরই কেবল কোনো সমাধান পাওয়া যেতে পারে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ