Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনার খালিয়াজুরীতে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ৭:১০ পিএম

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রামের কুড়ের পাড় হাওর থেকে বুধবার দুপুরে গলা কাটা অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করে খালিয়াজুরী থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন বুধবার সকালে নূরপুর বোয়ালী গ্রামের কুড়ের পাড় হাওরের পানিতে এক ব্যাক্তির লাশ ভাসতে দেখে খালিয়াজুরী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ হযরত আলী’র সাথে যোগাযোগ করলে তিনি লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, লাশের গায়ে হাত, পা, মাথা ছিল না। শরীরে শুধুমাত্র একটি জিন্সের পেন্ট পড়া ছিল। মাথা না থাকায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ