বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় এক তরুণীর লাশ উদ্ধারসহ প্রেমিক আবু সাইদকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ অক্টোবর) সকালে শহরের পালাশপোল এলাকার নাহার ডায়গনিষ্টিক সেন্টার থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের নাম তামান্না খাতুন (২১) । তিনি জেলার কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সেলিম গাজীর মেয়ে। আটক আবু সাইদ সদর উপজেলার মাছখোলা গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ দাশ জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা ঃ কাজী আরিফ আহমেদ নাহার ডায়গনষ্টিক সেন্টারে প্রাইভেট চেম্বার ও একই স্থানে পরিবার নিয়ে বসবাস করেন। মঙ্গলবার তিনি স্ব-পরিবারে ঢাকায় যান। আবু সাইদ রোগিদের সিরিয়াল দেওয়ার কাজ করতো এবং ডাক্তার ঢাকায় গেলে আবু সাইদকে ওই বাসায় দেখাশুনার দায়িত্ব দেওয়া হয়।
এদিকে, আবু সাইদের সাথে তামান্নার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। এরই জের ধরে তামান্না মঙ্গলবার রাতে বিয়ের দাবীতে ডাক্তারের চেম্বারে আসে। এরপর সকালে খবর পেয়ে চেম্বারে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপরে ডাক্তার কাজী আরিফ আহমেদ জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।