Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালে কিশোর ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আগামীকাল কাঠমান্ডুতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলারদের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। সেমিফাইনালে খেলার আশা নিয়ে গতকাল দুপুরের আগেই নেপাল পৌঁছায় বাংলাদেশ দল। ৩২ সদস্যের কিশোর দলে ২৬ খেলোয়াড় এবং কোচ ও কর্মকর্তা রয়েছেন ৬ জন।

টুর্নামেন্টে সাফের ৭ সদস্য দেশের মধ্যে শ্রীলঙ্কা ছাড়া ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে- বাংলাদেশ, মালদ্বীপ ও স্বাগতিক নেপাল। ‘বি’ গ্রুপের দলগুলো হলো- ভারত, পাকিস্তান ও ভুটান।

ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে টুর্নামেন্টের। এদিন অন্য ম্যাচে স্বাগতিক নেপাল মুখোমুখী হবে মালদ্বীপের। বাংলাদেশ কিশোর দল ২৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে মোকাবেলা করবে। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ নভেম্বর। এবং ফাইনাল হবে ৩ নভেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ