Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাই পৌরসভাকে মাদক মুক্ত করতে নানা উদ্যোগ

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ধামরাই পৌরসভাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের পাশাপাশি সামাজিক সংগঠন সচেতন নাগরিক সমাজ, মুক্ত স্কাউট, নিরাপদ সড়ক চাই ও অংকুর সংঠনের সদস্যরা নানা উদ্যোগ গ্রহণ করেছেন। পৌরসভাকে মাদকমুক্ত করতে গত সোমবার রাতে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, সচেতন নাগরিক সমাজ, মুক্ত স্কাউট, নিরাপদ সড়ক চাই ও অংকুর সংঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। এ সময় ওসি বলেন, এ সমাজে সংঘঠিত অপরাধের ৮০ ভাগ অপরাধীই মাদকের সাথে সম্পৃক্ত। যারা মাদক সেবন ও বিক্রি করে তারা সমাজ ও দেশের শত্রু। তাই মাদক সেবনকারী ও বিক্রেতাকে নির্মূল করতে যা যা করার দরকার তাই করবো। তিনি আরো বলেন মাদক মুক্ত করতে থানা পুলিশ সবসময়ই প্রস্তুত থাকবে। মাদক সেবন এমনকি বিক্রয়কারীর সম্পর্কে কেউ তথ্য দিলে তা গোপন রেখে ১৫ মিনিটের মধ্যে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যাবে এবং অপরাধীকে গ্রেফতার করে আইনেই আওতায় আনা হবে। আর যদি কেউ ভাল হতে চায় তাকে চিকিৎসা করার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন উপজেলার প্রতিটি ইউনিয়নকে মাদক মুক্ত করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামরাই থানার এসআই তৌহিদুল ইসলাম, ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি শামীম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইনকিলাব সংবাদদাতা মো. আনিস উর রহমান স্বপন, কালের কন্ঠের সাংবাদিক আবু হাসান, পৌর কাউন্সিলর শহিদুল্লাহ, জাকির হোসেন লায়েক আলী, বাবুল হোসেন, মোহাম্মদ আলীসহ সচেতন নাগরিক সমাজ, মুক্ত স্কাউট, নিরাপদ সড়ক চাই ও অংকুর সংঠনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ