Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পাইপলাইন সমৃদ্ধিতে চোখ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দেশের ফুটবল উন্নয়নে যাদের একের পর এক পরিকল্পনা হাতে নেয়ার কথা তারা উদাসীন। অথচ মাত্র ছয়মাস বয়সী সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) অল্প সময়ে নানা পরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়িত করে আশার আলো জালিয়েছে। সংগঠনটি আত্মপ্রকাশের পর ইতোমধ্যে তারা দেশের ৪০ জেলায় ফুটবল লিগ আয়োজন করেছে। আরো ১৮ জেলায় লিগ আয়োজনের প্রক্রিয়া চলছে। যা দেশের ঘরোয়া ফুটবলের জন্য ইতিহাসই বলা যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটি যেখানে জেলায় জেলায় লিগ আয়োজনে পুরোপুরি ব্যর্থ, সেখানে বিডিডিএফএ বাফুফের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের উদ্যোগে। যা অবশ্যই প্রশংসার দাবীদার।

বাফুফের উদাসীনতায় মান সম্পন্ন ফুটবলার তৈরী হচ্ছে না, তৃণমুল পর্যায়ের ফুটবল আজ অবহেলিত। মাঠের অপ্রতুলতা ও ক্লাবগুলোর অবহেলা দেশের ফুটবলকে দিনকে দিন পিছিয়ে দিচ্ছে। এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে এসব সমস্যা সমাধানে বিডিডিএফএ নিরলস ভাবে কাজ করে যাবে- এমন প্রতিশ্রুতি সংগঠনের কর্তাদের। আর তারা যে পারবে জেলা লিগ আয়োজন করে তার প্রমাণও ইতোমধ্যে বিডিডিএফএ দিয়েছে।

শুধু তাই নয়, দেশের সকল পর্যায়ের (প্রিমিয়ার, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, পাইওনিয়ার) ক্লাবগুলোকে এক ছাদের নীচে আনতে কার্যক্রম ভ‚মিকা পালন করে চলেছে সংগঠনটি। এ ধারাবাহিকতায় এবার এবার কক্সবাজারে ফুটবল মহাসম্মেলন করতে যাচ্ছে বিডিডিএফএ। আগামী ১৭ নভেম্বর ক্লাব এবং জেলা ও বিভাগীয় ফুটবল সংগঠকদের নিয়ে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

গতকাল বিডিডিএফএর কার্যনির্বাহী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণাই দেন সংগঠনের মহাসচিব তরফদার মো: রুহুল আমিন। তিনি বলেন, ‘বিডিডিএফএ’র নতুন উদ্যোগ দেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার করবে। জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে হলে জেলা লিগ আয়োজনের বিকল্প নেই। আমাদের সংগঠন ভবিষ্যতে দেশের নারী ফুটবল নিয়েও কাজ করবে।’ মহাসম্মেলই শুধু নয়, বিডিডিএফএ দেশের আট বিভাগ থেকে অনূর্ধ্ব-২০ খেলোয়াড় বাছাই করে শেখ কামাল টুর্নামেন্ট আয়োজন করারও পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী মাসেই এর কার্যক্রম শুরু হবে। এজন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে দল গঠন, প্রশিক্ষণ ও ভেন্যু নির্বাচনের কাজ করবে বিডিডিএফএ। তরফদার রুহুল আমিন আরো জানান, নভেম্বরে চট্টগ্রাম বিভাগ থেকে যাত্রা শুরু হবে শেখ কামাল টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের প্রাথমিক বাছাই কার্যক্রম। এ জন্য বিভাগীয় পর্যায়ে ২৫ সদস্যের একটি দল গঠন করে দলটিকে ৪৫ দিন প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে বিডিডিএফএর। প্রতিটি বিভাগের এ দলটিই আগামী ফেব্রুয়ারি মাসে অনুিষ্ঠতব্য শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। খেলোয়াড় বাছাইয়ের জন্য দেশি-বিদেশী কোচেস প্যানেল থাকবে। এছাড়া আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট আয়োজনেরও চিন্তা-ভাবনা আছে বিডিডিএফএ’র।

ফুটবলের উন্নয়নে ব্যক্তি স্বার্থ ভুলে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান বিডিডিএফএ মহাসচিব। সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি সিরাজুদ্দিন মো: আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন আশিকুর রহমান মিকু, বাফুফে সদস্য আব্দুর রহিম, আরিফ হোসেন মুন, সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনিসহ অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ