Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গণতান্ত্রিক বাম ঐক্য’ নতুনজোটের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দেশের রাজনীতিতে জোট গঠনের হিড়িকের মধ্যে গতকাল ৭টি প্রগতিশীল বাম দলের সমন্বয়ে আরেকটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটির আত্মপ্রকাশ হয়। জোটের নেতৃত্বদানকারী দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ।
নতুন এই জোটের নামকরণ করা হয়েছে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’। জোটের দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল), জাতীয় বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টি, বাংলাদেশের সমতা পার্টি ও বাংলাদেশের শ্রমিক পার্টি।
দেশের বামপন্থী দলগুলোর কয়েকটি সুবিধাবাদের রাজনীতি চর্চায় নামায় সাচ্চা কমিউনিস্ট আন্দোলনের জন্যই মূলক এই জোট গঠন করা হয়। নতুন জোটের সাতটি দলের কোনোটিই নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাম দলগুলো ইতিমধ্যে বেশ কয়েকটি জোট গড়েছে। এর মধ্যে গণতান্ত্রিক বাম মোর্চা ও যুক্তফ্রন্ট আগেই নিজেদের অবস্থানের কথা জানিয়েছে। সিপিবি-বাসদের নেতৃত্বাধীন গণতান্ত্রিক বাম জোটের পর সর্বশেষ ১০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে বাম ঐক্যফ্রন্ট নামে একটি জোট। এ জোটে রয়েছে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন।
ডা. এম এ সামাদ বলেন, জাতির ক্রান্তিকালে মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র সুরক্ষায় এই ঐক্য কাজ করে যাবে। প্রতি তিন মাস পর পর ঐক্যের সমন্বয়কারী পরিবর্তন হবে। সাম্যবাদী দলের আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, রাজনৈতিক ক্ষেত্রে চরম অস্থিরতা বিরাজ করছে। দেশের মানুষের ভোটাধিকার অনিশ্চিত। নতুন ঐক্যের লক্ষ্য অসাম্প্রদায়িক, জঙ্গিমুক্ত সমাজ গড়ে তোলা। ভবিষ্যতে গণতান্ত্রিক বামজোটের সাথে একাত্ম হয়ে কাজ করবে বাম ঐক্য। পাশাপাশি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার আন্দোলনে থাকবে। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐক্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ