রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূ ঢাকায় নিখোঁজ। ১৩ দিন অতিবাহিত হলেও তার খোঁজ মেলেনি। গৃহবধূ কাজলী বেগম (২৫) তার ভাই গত ১৩ অক্টোবর ঢাকা হাতিরঝিল থানায় জিডি করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের পশ্চিম বড়বিল বসুনিয়াপাড়া গ্রামের আলাল উদ্দিনের মেয়ে কাজলী বেগমের সাথে তালুক ভুবন ধনীপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে জাকারিয়া (৩৫) ১৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের দুটি সন্তান জন্ম হয়। সংসারের অভাব অনটনে স্বামী স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে ঢাকায় বাসা ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করে। গত ৯ অক্টোবর সকাল ৮টার দিকে কাউকে না জানিয়ে কাজলি বেগম বাসা থেে বের হয়। সে আর বাসা ফেরেনি। কাজলির ভাই মেনারুল ইসলাম নাছির উদ্দিন এ ঘটনায় ঢাকা হাতিরঝিল থানায় জিডি করেন এবং ১৪ অক্টোবর মাইকিং করেন। এ দিকে কাজলির স্বামী জাকারিয়া জানান, তার স্ত্রী মানসিক রোগী। এর আগেও দুইবার নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় নাছির উদ্দিন কাজলীর স্বামী জাকারিয়াসহ চারজনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।