Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

গ্রাহকদের কথা চিন্তা করে ব্যাংকের অনুমোদন -মায়া

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, সাধারন মানুষ নির্বিঘ্নে আজ ব্যাংকে লেনদেন করতে পারছেন। গ্রাহকদের কথা চিন্তা করে বর্তমান সরকার ব্যাংকের অনুমোদন দিচ্ছে। ব্যাংক গুলো গ্রাহকদের কথা চিন্তা করে গ্রামের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে শাখা খুলছেন। বিদেশ থেকে রেমিট্যান্স কাছ থেকেই তোলতে পারছেন প্রবাসীদের পরিবারগুলো। ব্যবসায়ীরা সহজে লোন গ্রহণ করে ব্যবসা প্রসারিত করতে পারছেন। গত শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারে ইসলামী ব্যাংক লিমিডেট অ্যাজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করছে। দেশে দ্রুতগতিতে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হবে। উন্নয়নশীল দেশে রুপান্তরিত করতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। তাই এ সরকারকে আগামী নির্বাচনে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট কুমিল্লা জোনের প্রধান ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ইন্সটিটিউড অব চাটার্ড অ্যাকাউন্টসের সাবেক সভাপতি সাইফুল ইসলাম এফসিএ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জজ, মতলব উত্তর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস ও সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা ইউপি চেয়ারম্যান কল্যান সমিতির সভাপতি হাজী শামসুল হক চৌধুরী বাবুল, ষাটনল ইউপি চেয়ারম্যান এ কে এম শরীফ ইল্লা সরকার, ইসলামী ব্যাংকে মতলব শাখাপ্রধান দেলোয়ার হোসেন ও জুনিয়র অফিসার অফিসার শাহাজালার, কালিপুর বাজার বণিক সমিতির সভাপতি সোহেল চৌধুরী, ইসলামী ব্যাংক কালিপুর বাজার শাখার অ্যাজেন্ট রুহুল আমিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়া

১৩ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ