Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপসার মায়া বাড়াইছে

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

কণ্ঠশিল্পী রুকসানা রূপসার গান নিয়ে নির্মিত হয়েছেন নতুন মিউজিক ভিডিও ‘মায়া বাড়াইছে’। গানটি প্রকাশ করছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। কে জিয়ার কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন ইবনে রাজন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। গানটিতে রূপসার সাথে মডেল হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। প্রথমবারের মতো কোন মিউজিক ভিডিও কাজ করলেন এই চলচ্চিত্র অভিনেতা। আরজু বলেন, একটা দারুণ গল্পে গানটির ভিডিও নির্মিত হয়েছে। গানটিও অসম্ভব সুন্দর। একজন ডাক হরকরার প্রেম, বিরহ নিয়ে ‘বন্ধু মায়া বাড়াইছে’ গানের ভিডিওটি সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। রূপসা বলেন, অনেক সময় নিয়ে গানটি করেছি। গানের সাথে মিল রেখে ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করছি গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দিয়েছে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়া বাড়াইছে

১৩ আগস্ট, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ