পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দুর্যোগে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতার বিকল্প নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
গতকাল রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে মাঠ কর্মকর্তাদের ২৬টি গাড়ি ৪৮৯ টি উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে ল্যাপটপসহ আইটি সরঞ্জাম সরবরাহ অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার মাঠ পর্যায়ের দুর্যোগ ঝুঁকি হ্রাস সক্ষমতাকে বৃদ্ধির পদক্ষেপ অব্যাহত রেখেছে। দুর্যোগে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকার অনেক প্রকল্প নিয়েছে। বিশ^ব্যাংক প্রকল্পে আর্থিক সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিসগুলোর সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এসব গাড়ি ও আইটি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় সকল জেলা ও উপজেলা অফিসকে তথ্য প্রযুক্তিগত আধুনিকায়ন করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, বিগত দশকে বাংলাদেশ দারিদ্র্য হ্রাসকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দারিদ্র্যের হার ২০০০ সালে ছিল ৪৮.৯%, ২০১০ সালে ৩১.৫% এ পৌঁছে এবং ২০১৬ সালে তা ২০.২% এ নেমে এসেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি দারিদ্র্য হ্রাসকরণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্যোগ সাড়াদানে সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এ সকল কর্মসূচিতে সুফলভোগী হিসেবে বৃদ্ধ, মহিলা, শিশু এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। এসকল কর্মসূচি দরিদ্র বান্ধব হলেও আধুনিকায়নের মাধ্যমে এক্ষেত্রে সম্পদের অপচয় রোধ ও সুষ্ঠু বন্টন, সু-শাসন প্রতিষ্ঠা এবং সুফলভোগী নির্বাচনে আরো উন্নতির সুযোগ রয়েছে। সমাজের দরিদ্রতম পরিবারসমূহের কল্যাণ সাধনের লক্ষ্যে প্রধান প্রধান সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়নকালে ভৌগলিক অঞ্চল ও জেন্ডারভিত্তিক সমতা আনয়ন এবং সক্ষমতা ও স্বচ্ছতা বৃদ্ধি এ প্রকল্পের মূল উদ্দেশ্য। এরই অংশ হিসেবে এ প্রকল্পের আওতায় মোট ৪৮৯টি উপজেলার পিআইও/উপ-সহকারী প্রকৌলশীগণের মাঝে ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার, মডেম ইত্যাদি বিতরণ করা হচ্ছে। এছাড়া এই সর্মসূচিসমূহের যথাযথ তদারকি, পরিবীক্ষণ ও মূল্যায়ন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রকল্পের আওতায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের মাঝে ২৬টি যানবাহন বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল, প্রকল্প পরিচালক সত্যেন্দ্র কুমার সরকার বক্তব্য রাখেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।