Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্টের মায়া ছাড়লেন জেরোম টেইলর

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরো মনোযোগী হতে টেস্টের মায়া ছাড়লেন জেরোম টেইলর। গতকাল এক বিবৃতিতে ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসারের টেস্ট ছাড়ার খবর জানায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেন টেইলর। সেই সিরিজে তিন ম্যাচে দুই উইকেট নেয়ার পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। ফলে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দলে টেইলরকে রাখেনি বোর্ড।
২০০৩ সালে ১৮ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় টেইলরের। চোটের জন্য নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি এই সহজাত আউটসুইঙ্গার। তবুও এই দীর্ঘ ১৩ বছরে ৪৬টি টেস্ট খেলে ১৩০ উইকেট নেন টেইলর। টেইলরের সেরাটা এসেছে তার ঘরের মাঠ স্যাবিনা পার্কে। ২০০৯ সালে ইংল্যান্ডকে ৫১ রানে অলআউট করে দলকে ইনিংস জয় এনে দেয়ার পথে ১১ রানে নেন ৫ উইকেট। তার ইনিংস সেরা ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৭ রানে ৬ উইকেট এবং ম্যাচ সেরা ২০০৬ সালে ভারতের ৯৫ রানে ৯ উইকেটও আসে একই মাঠে। ব্যাট হাতে ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ নম্বরে করেন শতক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্টের মায়া ছাড়লেন জেরোম টেইলর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ