Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৪৫টি দুর্নীতির অভিযোগ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির বিরুদ্ধে ৪৫টি দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার কুয়ালালামপুরে তাকে আদালতে হাজির করা হয়। চলতি বছর মে মাসে মালয়েশিয়ার সরকার পরিবর্তন হওয়ার পর সাবেক সরকারের বেশ কিছু জ্যেষ্ঠ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। গ্রেফতার হন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকও। এবার সেই তালিকায় যুক্ত হলেন উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামাদি। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশটির বিরোধী দল ইউনাইটেড মালায় ন্যাশনাল অর্গানাইজেশনের প্রধান জাহিদ। শুক্রবার আদালতে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিংসহ বেশ কছিু অভিযোগ আনা হয়। এর মধ্যে কিছু অভিযোগ ছিলো যেখানে বলা হয়, তার পরিবারের নামে তৈরি দাতব্য সংস্থায় আসা অনুদান অপব্যবহার করেছেন তিনি। তবে এসব অভিযোগই উড়িয়ে দিয়েছেন তিনি। সূত্র : আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্নীতি

১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ